হোম নোটিশ শিক্ষাস্থার ও বিভাগ ছাত্রাবাস যোগাযোগ দান ও মান্নত ভর্তি আবেদন

ভর্তি আবেদন

ভর্তির সময়


  • এন এস আবাসিক মাদরাসায় ৪র্থ শ্রেনি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত ভর্তির জন্য ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। অতঃপর মাদরাসা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় ( লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হওয়া সাপেক্ষ ভর্তি হওয়া যায়।
  • আলিম শ্রেণীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থী ভর্তি করা হয়।
  • ফাযিল (পাস ও অনার্স) ও কামিল হাদিস, তাফসির, ফিকহ ও আদব বিভাগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থী ভর্তি করা হয়।
  • এন এস অনাবাসিক: ৪র্থ শ্রেনি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত ভর্তির জন্য ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যায়। এরপর মাদরাসা কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় ( লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হওয়া সাপেক্ষ ভর্তি হওয়া যায়।
  • আলিম শ্রেণীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থী ভর্তি করা হয়।
  • তাহীলী : রমজানের ঈদের এক সপ্তাহ পরে তাহীলী শাখায় ভর্তি জন্য আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ভর্তি হতে পারবে।
  • দরছে নেজামী: রমজানের ঈদের এক সপ্তাহ পরে দরছে নেজামী শাখায় ভর্তির আবেদন করতে পারবে। এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ভর্তি হতে পারবে।
  • মহিলা মাদরাসা: ১৫ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
  • নূরানী মাদরাসা: ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ভর্তি আবেদন করা যাবে।
  • হাফেজি মাদরাসা: প্রতি বছর ১লা রমজান থেকে ১০ই শাওয়াল পর্যন্ত ভর্তির আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ঈদুল ফিতরের ১০ দিন পরে ১১ই শাওয়াল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি প্রক্রিয়া


  • মাদরাসার ওয়েবসাইট থেকে অনলাইন ভর্তি আবেদন ফরম পুরণ করে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদনের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
  • ওয়বেসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফি জমা দিতে হবে।
  • নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি আবেদনের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে মাদরাসা অফিসে জমা দিতে হবে ।
  • ভর্তি নিশ্চায়ন স্লিপ সংগ্রহ করে আবাসিক অফিসে গিয়ে আবাসিক সিট নিশ্চিত করতে হবে।
  • আলিম ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া:
  • মাদরাসা বোর্ড কর্তৃক নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল এবং নিশ্চায়নের ভিত্তিতে নির্ধারিত তারিখের মধ্যে স্বশরীরে মাদরাসা অফিসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
  • অনলাইন আবেদনের কপি ভর্তি কমিটিকে প্রদর্শনপূর্বক মাদরাসার ওয়েবসাইটে অনলাইন ভর্তি ফরম পুরণ করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র:
  • দাখিল পরীক্ষা পাশের প্রংশসাপত্র ও একাডেমিক ট্রান্সিক্রিপ্টের মূলকপি।
  • শিক্ষার্থীর জন্ম সনদ, পাসপোর্ট সাইজের ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ভর্তির শর্তাবলী


  • ০১. ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে।
  • ০২. অত্র মাদরাসায় অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা অংগ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না।
  • ০৩. অবশ্যই সকল শিক্ষার্থীদের সাদা জামা, সাদা সুন্নতি পাজামা, গোল কাপড়ের টুপি ও পাগড়ি ব্যবহার করতে হবে।
  • ০৪. মেসওয়াক ও টয়লেট টিস্যু অবশ্যই ব্যবহার করতে হবে।
  • ০৫. পাঁচ ওয়াক্ত নামায জামাতে আদায় করতে হবে।
  • ০৬. সকল শিক্ষার্থীদের ইলমে তরিকা মাশকে অভ্যস্থ হতে হবে।
  • ০৭. কোন অবস্থাতেই দাঁড়ি ছাটা-কাটা চলবে না এবং সুন্নত তরিকা অনুযায়ী চুল কাটাতে হবে।
  • ০৮. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন সমিতি, সংস্থা বা প্রতিষ্ঠানের সদস্য হওয়া যাবে না।
  • ০৯. সকল শিক্ষার্থীকে মাদরাসা চলাকালে ক্লাসে হাজির থাকতে হবে এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ১০. মাদরাসার সবধরনের আসবাবপত্র যথানিয়মে হিফাজত করতে হবে।
  • ১১. মাদরাসা কর্তৃপক্ষের সকল নির্দেশ মেনে চলতে হবে।
  • ১২. পরস্পর ছাত্র ভাই, উস্তাদ ও সকল শ্রেণীর লোকের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে।
  • ১৩. অনুমতি ব্যতিত মাদরাসা ত্যাগ করতে এবং ক্লাসে অনুপস্থিত থাকতে পারবে না।
  • ১৪. বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রের ভর্তি বাতিল হবে।
  • ১৫. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
  • ১৬. মাদরাসার যাবতীয় বেতন ফি মাসিক নির্ধারিত তারিখের ভিতরে যথা সময় পরিশোধ করতে হবে।
  • ১৭. তথ্য গোপন পূর্বক ভর্তি হলে কোন প্রকার দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবেনা।

ভর্তি পরীক্ষা


  • ১. ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করা হয়।
  • ২. ৪র্থ-৯ম পর্যন্ত পূর্ববর্তী ক্লাসের পাঠ্যপুস্তক থেকে লিখিত ও মৌখিক (৫০+৫০) ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।
  • ৩. পাশের নম্বর শতকরা ৪০। প্রতিটি বিষয়ে আলাদা পাশ করতে হয়।
  • ৪. আলিম: মৌখিক (সর্বাত্মক)
  • ৫. ফাযিল (পাস ও অনার্স): ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।
  • ৫. কামিল ও কামিল মাস্টার্স: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।

যোগাযোগ (ভর্তি সংক্রান্ত)


  • সদস্য সচিব ভর্তি কমিটি
  • সদস্য ভর্তি কমিটি:
  • সদস্য ভর্তি কমিটি:

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন


  • ১. ৪র্থ-৯ম পর্যন্ত পূর্ববর্তী ক্লাসের পাঠ্যপুস্তক থেকে লিখিত ও মৌখিক (৫০+৫০) ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।
  • ২. পাশের নম্বর শতকরা ৪০। প্রতিটি বিষয়ে আলাদা ভাবে পাশ করতে হবে।
  • ৩. আলিম: মৌখিক (সর্বাত্মক)
  • ৪. ফাযিল (পাস ও অনার্স): ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।
  • ৫. কামিল ও কামিল মাস্টার্স: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।
  • ক্রমিক নং বিষয় নম্বর
    ০১ আরবি ১০
    ০২ বাংলা ১০
    ০৩ ইংরেজী ১০
    ০৪ গনিত ১০
    ০৫ সাধারন জ্ঞান ১০
    ০৬ মৌখিক ৫০
    সর্বমোট ১০০

ভর্তি ফি


  • সদস্য ভর্তি কমিটি:
  • সদস্য ভর্তি কমিটি: