ভর্তি পরীক্ষা
- ১. ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করা হয়।
- ২. ৪র্থ-৯ম পর্যন্ত পূর্ববর্তী ক্লাসের পাঠ্যপুস্তক থেকে লিখিত ও মৌখিক (৫০+৫০) ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।
- ৩. পাশের নম্বর শতকরা ৪০। প্রতিটি বিষয়ে আলাদা পাশ করতে হয়।
- ৪. আলিম: মৌখিক (সর্বাত্মক)
- ৫. ফাযিল (পাস ও অনার্স): ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।
- ৫. কামিল ও কামিল মাস্টার্স: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।